রাকিল হোসেন – নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের চয়ন দাশ হত্যা মামলা আসামী দৌলতপুর গ্রামের আয়ুব আলী(৩৫) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁিড়র পুলিশ। গত শুক্রকার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা একদল পুলিশ নিয়ে গোপন সংবাদেও ভিত্তিতে মার্কলী বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গতকাল শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উলে¬খ্য,নবীগঞ্জের চৌকি ও বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসীর মধ্যে একটি জলমহালকে কেন্দ্র কওে দৌরতপুর গ্রামের জমজেদ গংদেও হামলায় চয়ন দাশ গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ জনের নাম উলে¬খ করে ৮০/৯০ জনকে অঞ্জাত রেখে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্ত এসআই ধর্মজিৎ সিনহা দৌলতপুর গ্রাম থেকে লুট হওয়া মটর সাইকেল উদ্ধার ও মইনুল হক ময়নাকে গেফতার করেন
Leave a Reply