রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁিড় পুলিশ শনিবার কমলা দাশ (৪৫) নামের এক নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করেছে। ধৃত কমলা দাশ উপজেলার বড় ভাকৈর( পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, প্রায় মাস কানেক আগে ওই গ্রামের মৃত কাচন দাশের ছেলে ও পত্রিকার হকার রতন দাশের ভাই গোপেন্দ্র দাশকে ধৃত কমলা দাশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় গোপেন্দ্র দাশ মামলা দায়ের করলে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা কমলা দাশকে গ্রেফতার করেন।
Leave a Reply