1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হজ পালন ছিল রুশ তরুণীর বিয়ের মোহর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

হজ পালন ছিল রুশ তরুণীর বিয়ের মোহর

  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪২১ Time View

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ৬০ হাজার লোক হজ পালন করেছেন। সৌদিতে অবস্থানরত দেশটির নাগরিক ও বিশ্বের ১৫০টি দেশের নাগরিকসহ প্রায় ৬০ হাজার মুসলিম হজ পালন করেছেন। অল্প সময়ের প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি আবেদন থেকে তাঁদের নির্বাচন করা হয়
এবার নানা দেশের হজযাত্রীদের মতো রুশ তরুণী জানা হজ পালন করেছেন। দুই বছর আগে ইতালির নাগরিক হায়ানের সঙ্গে তাঁর  বিয়ে হয়। শুরু থেকেই জানা মোহর হিসেবে একসঙ্গে হজ পালন করতে চেয়েছিল। এবার তাঁরা হজ পালনের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা।

সৌদির সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (সিআইসি)-এর টুইটারে প্রকাশিত ভিডিও থেকে জানা যায়, ২০১৯ সালে ইতালির হায়ান রুশ তরুণী জানাকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীকে জানা বলেন, মোহর হিসেবে তিনি মক্কায় গিয়ে হজ পালন করতে চান।

হায়ান বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে মক্কায় এসে হজ পালন করেছি। আমার কাছে তা এখনও অকল্পনীয় বলে মনে হচ্ছে। পবিত্র হজের সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

তিনি আরো জানান, হজের কার্যক্রম সুন্দরভাবে পালন করতে হজযাত্রীদের প্রয়োজনীয় সব সেবা দেওয়া হয়েছে। দায়িত্বশীল কর্মীরা প্রচণ্ড রোদের মধ্যেও হাজিদের সেবা দিচ্ছেন। মহান আল্লাহ তাদের অবশ্যই উপযুক্ত প্রতিদান দেবেন।’

 

হজ পালন করে রুশ তরুণী জানা বলেন, ‘আমার স্বামী আমার মোহরানা আদায় করেছেন।’ মোহর হিসেবে অন্য কিছুও তো স্বামীর কাছে দাবী করা যেত। সবকিছু বাদ দিয়ে এমন অভিনব বিষয় দাবী করার কারণ জানতে চাইলে জানা বলেন, ‘পার্থিব জীবনে মানুষ অল্প সময়ের জন্য এসেছে। এখান থেকে পরকালে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। তাই আল্লাহর নৈকট্য অর্জনে তিনি হজ পালনের ইচ্ছা করেছেন, যা তিনি পরকালেও নিয়ে যেতে পারবেন।’
কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com