Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হজে পদদলিত হয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা মুকুটের ভাইয়ের স্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা::পবিত্র হজ পালনকালে সৌদি আরবে মক্কার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুটের ছোট ভাইর স্ত্রী। নিহতের নাম জুলিয়া বেগম। তিনি মুকুটের ছোট ভাই বদরুল হুদা মুকুলের স্ত্রী।জানা গেছে- একই ঘটনায় আহত হয়েছেন জুলিয়ার বড়বোন আফিয়া চৌধুরী।জুলিয়ার বড়ছেলে নজমুল হুদা পেশায় ব্যাংকার মেজো ছেলে ইবনুল হুদা ও ছোট ছেলে শামীমুল হুদা লেখাপড়া করছেন।
জুলিয়ার লাশ সৌদি আরবে মিনায় দাফন করা হবে বলে জানান তার দেবর সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল।

Exit mobile version