Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সড়ক দুর্ঘটনায় সিলেটের তরুণ সাংবাদিক রাশেদীন ফয়সাল না ফেরার দেশে ,জগন্নাথপুর টুয়েন্টিফোর পরিবারের শোক প্রকাশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব প্রতিবেদক রাশেদীন ফয়সাল। ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার বিকেল ৬টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।ফয়সালের নামাজের জানাযা রবিবার সকাল ১১টায় মোগলাবাজারস্থ কোনারচর গ্রামে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। গত ১৩ জুলাই সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ কোনাপাড়ার গ্রামের বাড়ি থেকে সিলেট শহরে আসার পথে লালমাটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় ফয়সলের পুরো মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ১৩ জুলাই রাতেই তাকে ঢাকা মহানগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসা শেষে তাকে স্থানান্তর করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে সিলেট সাংবাদিক মহলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ কারী হলেন, জগন্নাথপুর টুয়েন্টিফো ডটকমের উপদেষ্টা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ওয়েব মাস্টার অরূপ সরকার, নিজস্ব প্রতিবেদক আজাহারুল হক ভূইয়া শিশু, আজিজুর রহমান,যুক্তরাজ্য প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।

Exit mobile version