1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সৎ কাজের আদেশের গুরুত্ব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

সৎ কাজের আদেশের গুরুত্ব

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

সৎ কাজের আদেশ ইসলামের গুরুত্বপূর্ণ একটি নীতি। ইসলামের পরিভাষায় একে আমর বিল মারুফ বলা হয়। এরই বিপরীত আরও একটি মূলনীতি হলো নাহি আনিল মুনকার তথা অসৎ কাজে নিষেধ। উভয় নীতিই একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অসৎ কাজ থেকে বারণ করার ভেতর দিয়ে কিন্তু সৎ কাজের আদেশও পাওয়া যায়। আবার সৎ কাজের আদেশের মধ্য দিয়ে পাওয়া যায় অসৎ কাজ থেকে বারণ। যদিও সেটা পরোক্ষভাবে হয়।

কোরআন মাজিদ ও হাদিস শরিফে এ বিষয়ে অনেক বাণী পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ইমান রাখো।’ (সুরা আলে ইমরান: ১১০)

আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, ‘তোমাদের কেউ যখন কোনো অন্যায় দেখবে, সে যেন তা হাত দিয়ে (শক্তি প্রয়োগ করে) প্রতিহত করে। যদি সে সামর্থ্য না থাকে, তবে যেন মুখ দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। যদি এটাও না পারে, তবে যেন মনে মনে একে ঘৃণা করে। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর।’ (বুখারি)

আগের উম্মতদের এ দায়িত্ব থাকলেও তারা যথাযথভাবে তা পালন করেনি। কেউ কেউ বিচ্ছিন্নভাবে পালন করলেও ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ফলে কোরআন মাজিদে তাদের নিন্দা করে বলা হয়েছে, ‘তারা মন্দ কাজ সম্পন্ন করতে গিয়ে একে অন্যকে বারণ করত না। তাদের এ কাজ কতই না মন্দ!’ (সুরা মায়েদা: ৭৯) আগের উম্মতদের মধ্যে যারা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে, তাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে দেখলে এই নীতির প্রয়োগ না করার বিষয়টিই ফুটে ওঠে।

সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com