Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্বামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর কাণ্ড

তাহিরপুর প্রতিনিধি:

তাহিরপুরে ধারালো ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলো প্রথম স্ত্রী জোহরা বেগম (২৬)। মঙ্গলবার রাত অনুমান ৩টা ১০ মিনিটের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

জানা যায়, আজিজুল ইসলাম উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের শুক্কুর আলীর পুত্র। তার স্ত্রী জহুরা একই গ্রামের শাহানুর মিয়ার কন্যা। আজিজুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রী জোহরা তার বিরুদ্ধে যৌতুক মামলা করেন ও পৃথকভাবে বসবাস করে আসছেন। ১৭ অক্টোবর মঙ্গলবার জোহরা আজিজুল ইসলামের সাথে হোয়াটসআপে কথা বলে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর আদর সোহাগ করবে বলে হতে থাকা ব্লেড দিয়ে আজিজুলের পুরুষাঙ্গ কেটে দেয় জোহরা। রক্তাক্ত অবস্থায় আজিজুল নিজের বসত বাড়িতে গেলে আাত্মীয় স্বজনরা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আহত আজিজুল ইসলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version