জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: স্বামীর ওপর হামলা চালিয়েছিল কিছু সন্ত্রাসী। কিন্তু তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে স্ত্রী যা করলেন, তাতে শুধু সেই সন্ত্রাসীরা নিজেদের প্রাণ বাঁচাতে পেরেই মহা খশি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্বামীকে বাঁচাতে স্ত্রীর সেই অদ্ভুত কাণ্ড।
বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন পেশায় আইনজীবী আবিদ আলি। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তাঁর বাড়িতে। আবিদ আলিকে টেনে বাড়ির বাইরে নিয়ে গিয়ে এলোপাথারি মারতে থাকে তারা। কুড়ুল, লাঠি, লাথি, ঘুষি মারতে থাকে তারা। চিৎকার শুনে বেরিয়ে আসেন তাঁর স্ত্রী। স্বামীকে আক্রান্ত হতে দেখে বাড়ির ভেতর থেকে একি পিস্তল নিয়ে এসে বেপরোয়া গুলি চালাতে থাকেন।
সেই নারীর হাতে পিস্তল দেখে চমকে গিয়েছিল দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আরও সেখানে থাকার সাহস দেখাতে পারেনি তারা। আবিদ আলিকে ছেড়ে সেখান থেকে চম্পট দেয়।
ভারতের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। একের পর এক দুষ্কৃতী হামলা ও গুলি চালনার মত ঘটনায় প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর আইনশৃঙ্খলা নিয়ে।