Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্বাধীনতা আন্দোলনে ভারতের মাটি আলেমদের রক্ত রঞ্জিত হয়েছিল: ওয়াইসি

ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি দেশকে একটি ধর্মের সাথে সংযুক্ত করে সাম্প্রদায়িকতার কথা বলে, অথচ এই দেশটি সকলের। মুসলিমরা ভারতকে ভালোবাসে। শনিবার বিকেলে উত্তর প্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। পারসটুডে

[৩] ওয়াইসি বলেন, ‘আরএসএস-এর লোকেরা, যারা মুসলিমদের দেশপ্রেম শেখায়, তাদের বলা উচিত তাদের কোন্ নেতা স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগ করেছিলেন? কিন্তু ইতিহাস সাক্ষী দেশকে স্বাধীন করতে উলামায়ে কেরামদের রক্তে জমিন লাল হয়েছিল। উলামায়ে কেরামরা সাহারানপুরের মাটি থেকে স্বাধীনতা সংগ্রামের আওয়াজ তুলেছিলেন। তেহরিক-ই-রেশমি রুমালও এখান থেকে গিয়েছিল।

[৪] আনন্দবাগ ময়দানে শোষিত বঞ্চিত সমাজ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ওয়াইসি আরও বলেন, আজ দেশের পরিবেশে ধর্মান্ধতা ও বিদ্বেষের বিষ মেশানো হচ্ছে। মুসলিমদের দমনের চেষ্টা চলছে। নরেন্দ্র মোদি হিন্দু রাষ্ট্রের কথা বলেন, কিন্তু আমরা মুসলিমদের নয়, ঐক্যবদ্ধ সংস্কৃতির কথা বলি। আমাদের বুজুর্গরা ভারতীয় জাতীয়তাবাদের স্লোগান দিয়েছিলেন। আমরা সেই অনুযায়ী শুধু মুসলিমদের অধিকার নয়, তফসিলি ও অনগ্রসরদের অধিকারের জন্যও আওয়াজ তুলছি।

তিনি এদিন রাজ্যে বিরোধীদল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেস সম্পর্কে বলেন, হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের গণহত্যার কথা বলা হয়েছিল, কিন্তু তারা কেউই এই ধর্ম সংসদের বিরোধিতা করেনি।
সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে টার্গেট করে ওয়াইসি বলেন, ‘অখিলেশ যাদব শুনে নিন। আপনার কাছ থেকে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনারা ১১ শতাংশ ‘যাদব’ আর আমরা মুসলিমরা ১৯ শতাংশ। মুসলিমদের দেওয়া ভিক্ষার কারণে আপনি এবং আপনার বাবা মুলায়ম সিং মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলেও ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি মন্তব্য করেন।

Exit mobile version