জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ১ হাজার ৪৯৩ টাকা পর্যন্ত।স্বর্ণের দাম কমেছে মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্বর্ণ ও রূপার দাম নির্ধারণ উপকমিটির সদস্যদের সম্মতিতে নতুন দর ঘোষণা করা হয়েছে। স্বর্ণের নতুন দর বুধবার থেকে কার্যকর হবে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৮৬ টাকা। প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রূপার দাম ১ হাজার ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানায়, মঙ্গলবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৬ হাজার ১৪ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। এছাড়া এ দিন পর্যন্ত সনাতনী স্বর্ণ প্রতিভরি ২৫ হাজার ৫৪৪ টাকা ও রূপা ১ হাজার ১০৮ টাকায় বিক্রি হবে। বুধবার থেকে সব মানের স্বর্ণ ও রূপা ঘোষিত নতুন দরে বিক্রি হবে।
Leave a Reply