সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও টিনসেট ভবন আগামী ৩০/০৫/২০২৪ খ্রি রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় প্রধান শিক্ষকের দপ্তরে প্রকাশ্য নিলাম ডাকে বিক্রি করা হবে। নিলামে অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তিবর্গ/ প্রতিষ্ঠান কে নির্ধারিত পুরাতন ভবন পরিদর্শনপূর্বক নিলাম প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। নিলাম ডাকের পূর্ব দিন পর্যন্ত এ সংক্রান্ত যাবতীয় তথ্য নিম্মস্বাক্ষরকারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ের মধ্যে জানা যাবে।এছাড়া নিলাম সংক্রান্ত নিয়মাবলী বিদ্যালয়ের ও www.jagannathpurscghs.edu.bd ওয়েবসাইটে এবং জেলা প্রশাসক মহোদয় ও নির্বাহী প্রকৌশলীর নোটিশ বোর্ডে পাওয়া যাবে
নিলাম ডাকের শর্তাবলী –
০১। নিলাম অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গকে বিদ্যালয়ের অফিস রক্ষিত নমুনা ছকে দরপত্র পূরণ করে ২৯/০৫/২০২৪ খ্রি তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে রক্ষিত টেন্ডার বক্সে দাখিল করতে হবে। আগামী ৩০/০৫/২০২৪ খ্রি. তারিখ সকাল ১১.টায় উপস্থিত দরপত্র দাতাগনের সামনে (যদি কেউ উপস্থিত থাকেন) কোটেশন বক্স খোলা হবে।
০২। সর্বোচ্চ ডাককারীর নামে নিলাম বরাদ্দ হবে। ডাকের সমুদয় অর্থ এবং ১৫% ভ্যাট ও ৫% আয়কর ০২/০৬/২০২৪ খ্রি.তারিখের মধ্যে জমা দিয়ে নিম্ম স্বাক্ষরকারী থেকে কার্যাদেশ বাতিল করা হবে।
০৩ কার্যাদেশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ক্রেতাকে নিজ খরচে পুরাতন ভবন ভেঙে মালামাল সরিয়ে নিতে হবে। অন্যতায় নিলাম মূল্য বাজেয়াপ্ত কারণসহ কার্যাদেশ বাতিল করা হবে।
০৪. কতৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো বা,সকল নিলাম ডাক গ্রহণ বাতিল কিংবা সম্পূর্ণ নিলাম প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
গুরুপদ সূত্রধর
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়
ও সদস্য সচিব কন্ডেমনেশন কমিটি