Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্বপ্নের ট্রফি বাংলাদেশের ক্রিকেটারদের হাতে

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২ মাসের কম সময় পর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এই ফরম্যাটের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বেশ কয়েকটি দেশ ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। তার অংশ হিসেবে বর্তমানে ৩ দিনের সফরে রয়েছে এটি। সফরের দ্বিতীয় দিনে আজ এটি নিয়ে আসা হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সকাল ৯টার কিছু পর স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে রাখা হয় বিশ্বকাপ ট্রফিটি। প্রথমে জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারা ট্রফিটির সঙ্গে গ্রুপ ছবি তোলেন। এরপর একে একে সিঙ্গেল ছবি তোলেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদরা।

২০১৯ বিশ্বকাপে চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন তাসকিন। ৪ বছরের ব্যবধানে সেই তাসকিন এবার বিশ্বকাপে যাচ্ছেন দলের সেরা বোলার হয়ে। বিশ্বকাপ ট্রফিকে ঘিরে রোমাঞ্চিত হচ্ছিলেন তিনি। ৩ বছর আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা শামিম পাটোয়ারী এবার বড়দের বিশ্বকাপে যাবেন কিনা নিশ্চিত নয়, তবে তিনিও রোমাঞ্চিত।

ক্রিকেটারদের ফটোসেশান শেষে ট্রফিটি নিয়ে আসা হয় মিডিয়া সেন্টারের সামবে। এখানে প্রথমে বিকেএসপির ছোট ক্রিকেটার, এরপর স্টাফ, সাংবাদিকদরা পালাক্রমে ছবি তোলেন।

 

সবার শেষে গ্রুপ ফটোসেশান করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, সাকিব-তামিমদের প্রতি তাদের প্রত্যাশা।

 

Exit mobile version