স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন,সঠিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব। দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন করে ইউনিয়ন পরিষদ সমূহকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় সরকারের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। কেবলমাত্র পরিকল্পিত উন্নয়নের মাধ্যমেই মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। তিনি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ দীর্ঘ মেয়াদি কৌশলগত পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভার উদ্ধেধনী বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশনের আর্থিক ও কারিগরি সহযোগীতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন শরিক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাবলম্বী উন্নয়ন সমিতি শরিক প্রকল্পের টীম লিডার সেন্টু মারাক এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া প্রমুখ। ইউপি সমূহের পঞ্চবার্ষিকী পরিকল্পনার আইনি কাটানো ধাপ অনুকরন,ও বাস্তবায়ন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সচিব আব্দুল গফুর,স্বাগত বক্তব্য রাখেন,শরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃআব্দুস সালেক।