নবীগঞ্জ প্রতিনিধি:: মহান জাতীয় সংসদের স্পীকার ডা. শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। চীন সরকারের আমন্ত্রণে তারা এই সফরে যাচ্ছেন। বুধবার দুপুরে বেইজিং শহরের উদ্দেশ্যে তারা দেশত্যাগ করবেন । প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে এই সফরে যাচ্ছেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের আওয়ামীলীগের মহিলা সাংসদ ও কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
Asian political parties special conference on the silk road tentative program শেষে আগামী ১৯ অক্টোবর বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারী মাসে এমপি কেয়া চৌধুরী ফিলিপাইনের ম্যানিলা শহরে অনুষ্ঠিত Asia pacific seminar 2015 এ অংশগ্রহন করেছিলেন। সেমিনারে জাতিসংঘের ৩২টি দেশের জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেছিলেন। এমপি কেয়া চৌধুরী সম্মেলনে ‘বাংলাদেশের তৃণমূলের নারী ক্ষমতায়ন’ এর ওপর বক্তব্য রাখেন।