বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন এক স্বামী। রোববার (২০ মার্চ) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আয়শা আক্তার (২৪)শ্রীধরা গ্রামের শিব্বির আহমদের স্ত্রী। বিয়ানীবাজার থানার ওসি মোঃ. জুবের আহমদ জানান, রোববার বিকেল ৩টার দিকে শিব্বির (৩৬) থানায় এসে তার স্ত্রীকে খুন করেছে বলে জানায়। পুলিশ তাকে আটক করে শ্রীধরা গ্রামে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, মরদেহের শরীরে দায়ের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে।
শিব্বির শ্রীধরা বাজারে পাহারাদারের দায়িত্ব পালন করতো। নিহত আয়েশা তার দ্বিতীয় স্ত্রী।তারা শ্রীধরা বাজারের হাজী নিমার আলীর বাসায় ভাড়া থাকতো।
Leave a Reply