জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::নিজের সাবেক স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে কেটে স্টোভে রান্না করেছে এক ব্যক্তি।
নিহত ওই নারী এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর তার এই মর্মান্তিক পরিণতির কথা জানতে পারে মেক্সিকো পুলিশ।
নিহত নারীর নাম ম্যাগডালেনা আগুইলার রোমেরো। তিনি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গোয়েরেরোর বাসিন্দা ছিলেন। তার সাবেক স্বামী সিজার লোপেজ ছিলেন নারী বিদ্বেষী। এ কারণে রোমেরোকে নৃশংসভাবে খুন করেন তিনি।
তদন্তকারী গোয়েন্দারা জানিয়েছেন, গত ১৩ জানুয়ারি দুপুরের পরে ২৮ বছরের রোমেরো তার সন্তানদের আনতে সাবেক স্বামীর বাড়িতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে পুলিশ অভিযুক্ত সাবেক স্বামী সিজারের বাড়ি থেকে মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে। স্টোভের ওপর একটি পাত্রে রোমেরোর দেহাবশেষ পোড়া অবস্থায় পাওয়া যায়। কিছুটা দেহের টুকরো প্ল্যাস্টিক ব্যাগে করে ফ্রিজে রাখা ছিল, সেটিও উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, রোমেরো দেহটিকে টুকরো করে রান্না করা হয়েছিল। পুলিশ অভিযুক্ত সিজার লোপেজকে গ্রেফতার করেছে।