Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্টুডেন্ট গ্রান্টস বাতিলের পরিকল্পনার বিরুদ্ধে বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

যুক্তরাজ্য প্রতিনিধি:: বৃটিশ সরকারের ইউনির্ভাসিটি গ্রান্টস বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী মঙ্গলবার বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘন্টার বেশি সময় ওয়েস্টমিনষ্টার ব্রিজ বন্ধ ছিল।
সরকার ইউনির্ভাসিটি গ্রান্টসকে লোনে পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। চলতি শীত মৌসুম থেকে তা বাস্তবায়নের কথা রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডের দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ ৩শ ৩শ ৮৭ পাউন্ড ইউনির্ভাসিটি গ্রান্টস পেয়ে থাকেন। যা পরবর্তীতে পরিশোধ করতে হয় না। কিন্তু সরকার ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী গ্রান্টস লোনে পরিণত হওয়ার পর গ্রাজুয়েশন শেষে বছরে তা পরিশোধ করতে হবে। তবে এ জন্য অন্তত বছরে অন্তত ২১ হাজার পাউন্ড আয় থাকতে হবে। বর্তমানে ইংল্যান্ডের প্রায় ৫শ হাজার দরিদ্র পরিবারের শিক্ষার্থী এ গ্র্যান্টস পেয়ে থাকেন বলে জানিয়েছেন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন।

Exit mobile version