Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র ”হামহাম” ভ্রমণ সম্পন্ন

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র ”হামহাম” ভ্রমণ সম্পন্ন।

জগন্নাথপুর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র “হামহাম” ভ্রমণ সম্পন্ন হয়েছে। স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মিজানুর রাসেল,সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সদস্য এম.শামীম আহমেদের দিক নির্দেশনায় কার্যকরী পরিষদের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেলের নেতৃত্বে ৪৪ সদস্য টিম নিয়ে স্টুডেন্টস কেয়ার পরিবার ‘হামহাম’ এর উদ্দেশ্যে রওয়ানা দেয়।সংগঠনের সদস্যদেরকে প্রাণবন্ত রাখতে ও সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে হামহাম জলপ্রপাত অবলোকন করতে ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ ভ্রমণে অংশগ্রহণ করার অনুভতি জানতে চাইলে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’র সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সদস্য এম.শামীম আহমেদ বলেন,
“স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর বরাবরই ব্যাতিক্রমধর্মী একটি সংগঠন। সামাজিক কর্মসাধনের পাশাপাশি প্রত্যেক সমাজ কর্মীদের আনন্দ দেওয়া উচিত।ভ্রমণে করলে মেধার বিকাশ ঘটে এবং সেখান থেকে প্রাপ্ত শিক্ষা,অভিজ্ঞতা জীবনের অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগিয়ে ব্যাক্তি জীবন,সমাজ জীবনে
সুপরিবর্তন আনা সম্ভব হয়।হামহাম প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ঘেরা অপরুপ এক জায়গা,যেখানে গেলে প্রকৃতির বাস্তবিক চিত্রপট,পাহাড়ি দূর্গমপথ এবং নয়নাভিরাম জলপ্রপাত দেখে হৃদয়ে তৃপ্তি মিলে।”

উল্লেখ্য যে, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর পরিবার ১৬-০৩-২০২১ ইংরেজী রোজ মঙ্গলবার হামহাম জলপ্রপাতে আনন্দ ভ্রমণ সম্পন্ন করে। হামহাম জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝরণা। জলপ্রপাতটি ২০১০ খ্রিষ্টাব্দের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version