1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
স্কুল ছাত্র আবু সাঈদ খুনের ঘটনায় কলকলিয়াতে আজ মানববন্ধন সিলেটে চলছে আন্দোলন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:

স্কুল ছাত্র আবু সাঈদ খুনের ঘটনায় কলকলিয়াতে আজ মানববন্ধন সিলেটে চলছে আন্দোলন

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৫৯৯ Time View

সুহেল হাসান.কলকলিয়া থেকে- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের সন্তান সিলেট শহরে বসবাসকারী স্কুল ছাত্র আবু সাঈদ খুনের ঘটনায় আজ কলকলিয়া ইউনিয়নে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা পালিত হবে। শাহজালাল মহাবিদ্যালয়সহ কলকলিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্টান উক্ত আন্দোলনে অংশ নিবে। ইতিমধ্যে ব্যাপক প্রচারনা অব্যাহত রয়েছে। ঘাতকদের ফাঁসির দাবীতে এআন্দোলনে এলাকাবাসীও যোগ দিবেন। কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন জানান, মেধাবী শিক্ষাথীর এমন করুণ নৃশংস হত্যা কলকলিয়া ইউনিয়নবাসী মেনে নিতে পারছেন না। তাই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা মানববন্ধন পালনের সিদ্ধান্ত নিয়েছি। দুপুর ২ টায় শাহজালাল মহাবিদ্যালয়ের সামন থেকে পাগলা-জগন্নাথপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রচুর জনসমাগন হবে বলে ধারনা করা হচ্ছে। এদিকে সিলেট শহরে আবু সাঈদকে অপহরণ করে খুনের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। ঘাতকদের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটবাসী। একই সঙ্গে এলাকায় বিক্ষোভও হয়েছে। আলোচিত এ ঘটনাটি নাড়া দিয়েছে সমাজের সকল বিবেকমান মানুষকে। আবু সাঈদের মৃত্যুর ঘটনা দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর সিলেট জেলা কমিটি। গতকাল বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাঘর সিলেট কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও মুক্তমন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, নিহত আবু সাঈদের পিতা মো. মতিন মিয়া, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম বাঙালি, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দীন খোকন, সিলেট সিপিবির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, ছায়ানীড় খেলাঘর আসরের সহসভাপতি তুহিন কান্তি ধর, পুষ্পহাসি খেলাঘর আসরের সহসভাপতি তপন চৌধুরী, সমন্বয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক কাজী মুকিত সুমন, সৃষ্টি খেলাঘর আসরের সভাপতি বিদ্যুৎ দাস বাপন, মুক্তমন খেলাঘর আসরের সহসভাপতি বিধান দেব চয়ন, সুরমা খেলাঘর আসরের সহসভাপতি পরিতোষ বাবলু, পদ্মকুড়ি খেলাঘর আসরের উপদেষ্টা শামীম কবির, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দীন শিরু, হোমিওপ্যাথ পরিষদের সভাপতি ডা. বিরেন্দ্র চন্দ্র দেব প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com