সুহেল হাসান.কলকলিয়া থেকে- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা সিলেট শহরে বসবাসকারী স্কুল ছাত্র আবু সাঈদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথপুর। বুধবার দুপুরে কলকলিয়া ইউনিয়নের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবাসী রাস্তায় নেমে খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলি ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেন। শাহজালাল মহাবিদ্যালয় থেকে শুরু করে খাশিল পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল সহকারে মানববন্ধনে অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শাহজালাল মহাবিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে ও প্রভাষক জহিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাম্পাদক অমিত দেব, শিক্ষানুরাগী ফররুখ হোসেন, শাহজালাল কলেজের প্রভাষক হাসানুজ্জামান খান, মির্জা আমিনুল হক, নিজাম উদ্দিন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম, আজমল হোসেন,আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক আব্দুস সালাম, আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালিক, আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হোড়, জমাতউল্যাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, খাশিলা খ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম, নিহত আবু সাঈদের চাচা অবসর প্রাপ্ত শিক্ষক আনা মিয়া, শিক্ষানুরাগী ফটিক মিয়া তালুকদার, খাশিলা মন্তাজ উল্যাহ কিন্ডারগাটেন ও জুনিয়র স্কুলের শিক্ষক আব্দুল আলীম, শিক্ষার্থী লিজা আক্তার, আরাফাত হোসেন সৌরভ সাবেক শিক্ষার্থী রুহুল কিস্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়েন বলেন, আবু সাঈদের খুনের ঘটনায় জগন্নাথপুরের পাশাপাশি গোটা দেশবাসী মর্মাহত। আমরা এমন করুণ মৃত্যু আর দেখতে চাই না। তাই শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। উল্লেখ্য গত ১১ মার্চ সিলেট শহর থেকে অপহৃত হয় স্কুল ছাত্র আবু সাঈদ তিনদিন পরে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় সিলেটের একটি দু’তলা বাসা থেকে। এঘটনায় পুলিশের এক কনেষ্টেবলসহ তিনজনকে আটক করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। এঘটনায় সিলেট ও জগন্নাথপুরে শোকের মাতন চলছে। ঘাতকদের ফাঁসির দাবীতে চলছে আন্দোলন।