হবিগঞ্জ সংবাদদাতা-সহবিগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে অভিযুক্তরা। এ ঘটনায় মঙ্গলবার রাজন দেব ও নূরুল আমিন আহমেদ মনির নামে দুইজনকে আটক করেছে পুলিশ।গত ১৭ জুন সকালে শহরতলীর আনোয়ারপুর এলাকার ৮ম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে পিটিআই এলাকায় একদল যুবক অপহরণ করে। এরপর তারা মেয়েটিকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের পুরো ঘটনা মোবাইল ফোনে ধারণ করে তারা।
লজ্জায় এ ঘটনার কথা মেয়েটি কাউকে সে সময় জানায়নি। এরপর যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ ওই ভিডিও ছেড়ে দেয়। সোমবার তা ওই ছাত্রীর পরিবারের নজরে আসে।
বিষয়টি মঙ্গলবার ওই ছাত্রীর পরিবারের নজরে এলে দুপুরে ওই ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেন। এরপর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন শহরের বগলা বাজার এলাকা থেকে রাজন দেব ও কামড়াপুর ব্রিজ এলাকা থেকে নূরুল আমিন আহমেদ মনিরকে গ্রেপ্তার করেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply