জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবের আসির প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা শহরের একটি মসজিদে আত্মঘাতী এই হামলা চালানো হয়। ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকার ওই মসজিদটি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করতেন। নিহতরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।