জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় রাকিব খান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। গতকাল সোমবার রাত ১২টার দিকে রিয়াদের আল খারজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রাকিব খানের তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাও গ্রামে। আহত দু’জনের মধ্যে মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি সিলেটে এবং নুর আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আল খারিজ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর রিয়াদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আল খারজ খালেদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।