জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের জুড়ীর গোয়ালবাড়ি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত আব্দুল মন্নান এর পুত্র জুড়ীটি এন খানম একাডেমি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী ফখরুল ইসলাম (৪২) সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
[৩] সোমবার (১ ফেব্রুয়ারী) স্থানীয় সময় দুপুর ১২টায় সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রেমিটেন্স যোদ্ধা ফখরুল ইসলাম গত ১৪-১৫ দিন আগে জেদ্দার গওজেন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশে পরিবার পরিজনসহ গোটা জুড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখন তার পারিবার পরিজন তার লাশের অপেক্ষা প্রহর গুনছেন।