জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সৌদি আরবের আল আরধা জিজানে জঙ্গিদের বোমা হামলায় পেকুয়ার যুবক মোশাররফ হোসাইন (২৫) মারা গেছেন। তিনি ৬ অক্টোবর সকালে হামলায় আহত হন এবং পরদিন কিং ফরহাদ জেনারেল হাসপাতালে মারা যান।
পরিবারে সচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরব যান তিনি। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরের মিয়াপাড়ায়। পিতার নাম মনোয়ার হোসেন মনু। রোববার বিকালে মৃত্যুর খবর পৌঁছলে পরিবারের সদস্যরা বুকফাটা কান্নায় ভেঙে পড়েন।
সৌদি আরব থেকে তার চাচা আবদুর রহিম টেলিফোনে জানান, মোশাররফ ইয়েমেনের বিদ্রোহী জঙ্গি গ্রুপের অতর্কিত বোমা হামলায় গুরুতর আহত হয়। এ সময় সে কাজ করছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৭ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
Leave a Reply