সৈয়দ মোস্তাক আহমদ.সৈয়দপুর থেকে:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহব্বায়ক লেঃ কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদ বলেছেন,বিএনপি নেতাকমীদের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জালিম আওয়ামী সরকারের পতন আন্দোলন ত্বরান্বিত করতে সবাইকে আগামীদিনের সকল আন্দোলন সংগ্রামে মিলেমিলে কাজ করতে হবে। তিনি দলের মধ্যে বিভেদসৃষ্টিকারীদের প্রতি সর্তক থাকার আহ্বন জানান। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দ আবুল কালামের সভাপতিত্বে ও সৈয়দ মারুফ এর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেকসহ- সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মোঃ মঈন উদ্দিন সুহেল, মোঃ রফিকুল ইসলাম খছরু, এম এ মুকিত, মোঃ কবির আহমদ, সৈয়দ রাজু আহমদ, সৈয়দ মোছাব্বির, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ খায়রুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হাসিম ডালিম, সৈয়দ আজমল হুসেন,আনহার কামালী, মোঃ মনির উদ্দিন খান নিম্বর,জুবেদ আলী লখন, মোঃ আলিম উদ্দিন, মোঃ মুক্তার খান, মিজান কোরেশী, সৈয়দ ইসহাক, হাজ্বী হারুনূর রশীদ, সৈয়দ মোহাদ্দিছ, আনছাফ মিয়া, আবুল হাসনাত আমীর, মোঃ তাজেল জিম্মদার, শাহেদ খান, টিটু মিয়া, আনহার মিয়া, সৈয়দ জুননুন জাকেরীন, মোঃ জামিল খান,সৈয়দ আখতার, সৈয়দ মনোয়ার, সুজেল খান,জাবির, রাসেল, মনসুর, নিজাম,সাজাদ, কিবরিয়া, আব্দুল আহাদ প্রমুখ। সন্মেলনে সৈয়দ আলী আহমদ দুলাকে সভাপতি ও সৈয়দ মোসাবিবর আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।