সৈয়দ মোস্তাক আহমদ.সৈয়দপুর থেকে:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভা বুধবার ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করার লক্ষে ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আনহার কামালীর সভাপতিত্বে ও যুন্ম আহব্বায়ক সৈয়দ মোছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনঃ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবুল কালাম, আলী আহমদ ধুলা, আজমল হোসেন, খয়রুল ইসলাম, সৈয়দ আক্কাছ মিয়া, আংগু কামাল, মিজান কোরেমী, মনির উদ্দিন, নিম্বর খা, ডা: মজিদ, আনহার মিয়া, আহমদ হোসেন ফটিক, মাওক উল্লা, আনা মিয়া, টিটু মিয়া, মাসুক মিয়া, শাহেদ খা, রুনু মিয়া, আলমগীর, লুৎফুর রহমান কামালী, খলিল, আশাফুল, আবাব মিয়া, কবির মিয়া আনছাফ, উক্ত সভায় আগামী ১৪ অক্টোবর ইউনিয়ন বিএনপির সন্মেলন সফল করতে সর্বসন্মতি ক্রমে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে আহব্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।
সন্মেলনকে সফল করতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল, সহ অংগ সংগঠনের সকল নেতাকমীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সভাপতি পদে আনহার কামালী, আলী আহমদ ধুলু, আজমল হোসেন, খয়রুল ইসলাম, আংগুর কামালী, সাধারন পদে সৈয়দ মোছাব্বির আহমদর নাম রয়েছে।
Leave a Reply