সৈয়দপুর প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা নদীর পুর্বপাড় মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। নদীর পুর্বপাড় বর্তমান মেম্বার সৈয়দ কামাল মিয়া সাহেবের বাড়ির সামনের মাঠে অনুষ্টিত মিনি বার ফুটবল খেলায় ২২টি টিম অংশ নেয়। পহেলা এপ্রিল শুক্রবার অনুষ্টিত ফাইনাল খেলায় ইজমা ফুটবল টিমকে ১ – ০গোলে হারিয়ে কমিটির টিম জয়লাভ করেছে।
নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সৈয়দপুর অাদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট মোঃ অাব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) হাজি সুহেল অাহমদ খান টুনু, সমাজসেবক শিক্ষানুরাগী বর্তমান মেম্বার সৈয়দ কামাল মিয়া, মাসিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, মাওলানা অাতাউর রহমান, সমাজকর্মী ইউসুফ মিয়া, সৈয়দ রফি মিয়া, সৈয়দ ফুটুল মিয়া, সৈয়দ জুবের মিয়া, সৈয়দ গুলশান অাহমদ, সৈয়দ জিবান অাহমদ, মোঃ ফরিদ মিয়া, জসির মিয়া, অাইনুল মিয়া, সৈয়দ রিয়াদ, প্রমুখ। খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন সৈয়দ হুমায়ুন রশীদ, সৈয়দ শাহনেওয়াজ অাহমদ, সৈয়দ মারহানুল হক, সৈয়দ শরিফ অাহমদ, সৈয়দপুর যুব পরিষদ, নর্থঃ ইউকে।