সৈয়দপুর শাহারপাড়া প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের দুটি রাস্তার উদ্ধোধন হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান রাস্তা দুটির উদ্ধোধন করেন। রাস্তাদুটি হলো সৈয়দপুর বড়ধারা হইতে শাহারপাড়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যায়ে মাটির কাজ ও সৈয়দপুর -গোয়ালাবাজার বুধরাইল মোড় হইতে বুধরাইল উপস্বাস্খ্য পর্যণÍ এলজিএসপি ও উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত পাকা রাস্তা। উদ্ধোধনকালে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলেই গ্রামীন জনপথের উন্নয়ণ হয়। তাই আওয়ামীলীগকে গ্রামের মানুষও ভালোবাসে। যারা আন্দোলনের নামে গ্রামের নিরীহ মানুষকে হত্যা করছে তাদের বিরুদ্ধে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। রাস্তা দুটি উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, সুনামগঞ্জ জেলাবারের আইনজীবি এডঃ নজরুল ইসলাম শেফু, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হরমুজ আলী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বর্তমান সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাকুর ওয়াদুুদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।