অনলাইন ডেস্ক-সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পুলিশের হাতে ধরল পড়ল এক খুনি; তাও আবার সাত বছর পর। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ মাথায় নিয়ে ফেরার হয়েছিলেন মনি (৪৫) নামের ওই ব্যক্তি।
২০০৯ সালে স্ত্রীকে নিয়ে ভারতের তামিলনাড়ুর আরিয়ালুর জেলার নান্নিউরে বসবাস শুরু করেছিলেন মনি। কিন্তু কয়েক দিন পর সন্দেহের বশে স্ত্রীকে খুন করে পালিয়ে যান তিনি! তদন্তে নেমেও গত সাত বছরে অপরাধীকে ধরতে পারেনি পুলিশ।
অবশেষে দিন কয়েক আগে চেন্নাইয়ের একটি রেস্তোরাঁ থেকে মনিকে গ্রেফতার করে পুলিশ। এখন তিনি রয়েছেন জেলহাজতে।
কিন্তু এতোদিন পলাতক আসামি কীভাবে ধরা পড়ল? স্ত্রীকে খুনের পর ‘কান্দাস্বামী’ নাম নিয়ে চেন্নাইয়ে গা ঢাকা দেন মনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজও শুরু করেন। সম্প্রতি ফেসবুকে নিজের তোলা একটি সেলফি পোস্ট করেন তিনি।
দিন-কয়েক আগে ফেসবুকে ওই ছবিটি দেখেন মনির এক আত্মীয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। সেই ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ। তারপর চেন্নাইয়ের ওয়াশেরমানপেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Leave a Reply