স্টাফ রিপোর্টার:; মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেট বিভাগের সেরা বিশ মাদ্রসার মধ্যে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া আলীম মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করেছে। শনিবার প্রকাশিত ফলাফলে সিলেট বিভাগের সেরা বিশ মাদ্রাসার মধ্যে অষ্ঠম স্থান অধিকারের গৌরব অর্জন করে। উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে সৈয়দপুরের সৈয়দিয়া সামছিয়া আলীয়া মাদ্রাসা গৌরবউজ্বøল সাফল্যে অর্জন করায় এলাকাবাসী আনন্দিত। সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসা থেকে ৫৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে সবাই উর্ত্তীণ হয়। শতভাগ ফলাফলের পাশাপাশি জিপিএ-৫ পায় একজন শিক্ষার্থী। তিনি বলেন, মাদ্রাসাটি ধারাবাহিক ভালো ফলাফলের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের সিলেট বিভাগের সেরা বিশের মধ্যে অষ্টম স্থান অর্জণ করায় আমরা আনন্দিত।