জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাত ও সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জগন্নাথপুরের কুশিয়ারা ও নলজুর নদীর পানি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘন্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সুরমা নদীর পানি বাড়ায় হাওরাঞ্চলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের জন্য জনর্দুভোগ বেড়েছে। সুনামগঞ্জ শহরের নদী তীরবর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। তবে জগন্নাথপুর উপজেলার কোথাও বন্যার আভাস লক্ষ্য করা যায়নি। যদিও বৃহস্পতিবার উপজেলা জলবায়ু বিষয়ক এক সভায় বন্যার আগাম প্রস্তুতির বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো: মামুন হাওলাদার জানান, পাহাড়িঢল ও বৃষ্টিপাতের জন্য সুরমা নদীতে পানি প্রবাহ বাড়ছে। বৃয় সুরমা নদীর পানি বিপদ সীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানান।