Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুন্দর পরিবেশে ভোট চলছে:পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার::

খুব সুন্দর পরিবেশে ভোট চলছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা অনুয়ায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষজন সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। শীত বেশি থাকায় সকালের দিকে ভোটার একটু কম।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে।

আজ রোববার সকাল ১১টায় নিজের নির্বাচনী এলাকা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা ভোটবিরোধী শক্তি, তাঁরা সফল হবে না। মানুষ উৎসবের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাঁদের দায়িত্ব পালন করবেন আশা করছি।

দেশবিরোধী অপশক্তির বিপক্ষে ভোটাররা অবস্থান নিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটা আমি বিশ্বাস করি।এদিকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রেগুলোতে ভোটার উপস্থিতি কম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিত বাড়বে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির লাঙল প্রতীকের তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পাটির কাঠাঁল প্রতীকে তালুকদার মকবুল হোসেন।মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার এক লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার চারজন। মোট ভোটকেন্দ্র ১৪৫টি।

এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ এক হাজার ৮৭০ জন।

পুরুষ ভোটার এক লাখ এক হাজার ৩২২ জন, মহিলা ভোটার এক লাখ ৫৪৬ জন ও হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৮৯টি এবং মোট ভোট কক্ষ ৪১৮টি। জগন্নাথপুরের ৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে আজ ভোরে ৬৭টি কেন্দ্রে ব্যালেট পেপার এসে পৌছেঁছে। 
Exit mobile version