1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-৩, বিভাজনে চাঙা জমিয়ত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩, বিভাজনে চাঙা জমিয়ত

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৭ Time View

ইয়াকুব শাহরিয়ার::

যদিও সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে দিন—তারিখ হয়নি, তবু শান্তিগঞ্জের রাজনীতি এখন সংসদ নির্বাচনমুখী। কয়ছর এম আহমদসহ বিএনপির দুই প্রার্থীর পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দুই অংশই এখন নির্বাচনকে মাথায় রেখে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে। দলটির মুফতি ওয়াক্কাস ও নিবন্ধিত (শায়খ জিয়া উদ্দিন) অংশের বিভাজনের রাজনীতিতে এখন চাঙ্গা শান্তিগঞ্জের রাজনীতি। স¤প্রতি সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়েছে জমিয়তের দুই বলয়। যদিও মুফতি ওয়াক্কাস গ্রুপ বলছেন, এখানে দুই বলয় বলতে কোনো কথা নেই। জমিয়ত নামে দুইটি রাজনৈতিক দল আছে। নাম নিয়ে বিভ্রান্তি থাকলেও এ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান। অপরদিকে জমিয়তের নিবন্ধিত অংশের সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা বলছেন, জমিয়তের নাম নিয়ে কোনো মামলা আদালতে চলমান নেই। যারা মামলার কথা প্রচার করছেন তারা মিথ্যাচার করছেন।
শান্তিগঞ্জ উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গত কয়েকদিনের কর্মসূচি বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় জমিয়তের দুই অংশই পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। ২০ নভেম্বর বুধবার শান্তিগঞ্জ বাজারে ও ২২ নভেম্বর শুক্রবার একই জায়গায় পৃথক কর্মসূচি পালন করে দলটির পৃথক দুই বলয়। মুফতি ওয়াক্কাস অংশের অনুষ্ঠানে কেন্দ্রিয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমকে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৩ আসনের জমিয়তের প্রার্থী বলে ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ—সভাপতি মাও. শহীদুল ইসলাম আনসারী।

এর আগের সম্মেলনে কমিটির মহাসচিব শায়খ মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা আসনে জমিয়ত প্রার্থী অংশ নেবেন। অবশ্য, সুনামগঞ্জের কওমী অঙ্গনের বেশিরভাগ বুজুর্গানে দ্বীনগনের নিবন্ধিত জমিয়তের অনুষ্ঠানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনে তৎপরতা, ছোট ছোট বিভিন্ন দলীয় প্রোগ্রামে সক্রিয় রয়েছে শান্তিগঞ্জে জমিয়তের রাজনীতি।
জমিয়তের নিবন্ধিত বলয়ের নেতারা বলছেন, সারা দেশে জমিয়তের কোনো ফাটল নেই। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রিয় মুরব্বিরা। কানাইঘাট—জৈন্তিয়ার সমস্যার সমাধান হয়েছে। শুধুমাত্র শান্তিগঞ্জ—জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমকে কেন্দ্র করে মুফতি ওয়াক্কাস গ্রুপ নাম নিয়ে আরেকটি বলয় তৈরির চেষ্টা করা হচ্ছে। রাগ বা অভিমান করে যারা দল ত্যগী হয়েছিলেন, তারা অনেকে বিবাদ ভুলে ফিরে আসছেন। সামনের সংসদ নির্বাচনে সুনামগঞ্জের প্রতিটি আসনে মূলধারার জমিয়তের প্রার্থী থাকবে। সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার মতো নয়।
এদিকে মুফতি ওয়াক্কাস বলয়ের নেতারা বলছেন, বিএনপি জোটের সময় যারা যুগপৎ আন্দোলনে ছিলেন না, তাদের সাথে অন্তত নির্বাচনের আগে কোনো ঐক্যের সম্ভাবনা নেই। জমিয়তের নাম নিয়ে একটি বিভ্রান্ত আছে। সেটি কাটিয়ে উঠতে আদালতে মামলা চলমান। বিএনপির আন্দোলন সংগ্রামে ১২ দলীয় জোট সব সময় ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে বলেও জানিয়েছেন এই বলয়ের নেতারা। আগামী সংসদ নির্বাচনে ১২ দলীয় জোট যাকে মনোনীত করবে তার পক্ষেই তাদের বলয়ের নেতাকর্মীরা কাজ করবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তারা।
কেন্দ্রিয় জমিয়তের প্রচার সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম বলেন, জমিয়তের কোনো বলয় নেই, পূর্ণাঙ্গ একটি দল। আমাদের দলের নাম নিয়ে কিছু সমস্যা আছে। যা নিয়ে আদালতে একটি মামলা চলমান। আশা করছি অতিদ্রুত এই নাম সমস্যার সমাধান হবে। আমি বিএনপিসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী। বিএনপির দুর্দিনে আমরা ছিলাম। আশা করছি জমিয়তের আসন হিসেবে খ্যাত সুনামগঞ্জ—৩ আসনে জমিয়তকে যথাযথ মূল্যায়ন করবে বিএনপি। জমিয়ত অপরাংশের সাথে আপাতত কোনো ঐক্য হবে বলে মনে হচ্ছে না। নির্বাচন পরে এ বিষয়ে হয়তো ভাবা হতে পারে। আমাদের গ্রহণযোগ্যতা জগন্নাথপুর—শান্তিগঞ্জে দুই জাগায়তেই আছে।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (জমিয়তের নিবন্ধিত অংশ) মাও. তৈয়্যিবুর রহমান বলেন, বুজুর্গানে দ্বীনগন সকলেই জমিয়তের মূল অংশে। সারা দেশেই জমিয়ত ঐক্যবদ্ধ। বছর দুয়েক আগে তালহা আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জমিয়ত থেকে সরে যান। এরপর থেকে শুধুমাত্র শান্তিগঞ্জ—জগন্নাথপুরেই সৈয়দ তালহা আলমকে কেন্দ্র করে আরেকটি অংশ তৈরি হয়েছে। জমিয়ত থেকে আগামী নির্বাচনে প্রার্থী থাকবে। সুনামগঞ্জ—৩ আসনে তিন/চারজন প্রার্থী রয়েছেন। শাহীনুর পাশা চৌধুরী তাঁর ভুল বুঝতে পেরেছেন। দলে ফিরে আসার জন্য তিনি আবেদন করেছেন। ৫ ডিসেম্বর দলীয় ‘আমেলা’ আছে। সেখান থেকে একটি ইতিবাচক সংবাদ আসতে পারে তার ব্যাপারে। অন্য কেউ জমিয়ত নাম ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনে আমরা অচিরেই একটি আবেদন করবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com