1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-৩ আসনে ১৮ বছর পর লাঙ্গলে ভোট দিতে পারবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পুলিশের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ান বিশ্ব ইজতেমার মাঠে ১ মুসল্লির মৃত্যু দায়িত্ব নেওয়ার ঘটনা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ পশু-পাখি পালনে যেন প্রতিবেশীর কষ্ট না হয় কর্মীসম্মেলন সফল করার লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল জগন্নাথপুরে দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত জগন্নাথপুরে রুচিসম্মত খাবারের নিশ্চয়তায় উদ্বোধন হলো মেজবান রেস্তোরাঁ ঢাকায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ-৩ আসনে ১৮ বছর পর লাঙ্গলে ভোট দিতে পারবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

স্টাফ রিপোর্টার -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১৮ বছর পর জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী হয়েছেন তৌফিক আলী মিনার।তিনি যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। পেশায় একজন সাংবাদিক।
জাপা নেতাকর্মীরা জানান, এ আসনে এক সময় জাতীয় পার্টির শক্ত অবস্থান ছিল। ১৯৮৬ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ থেকে নির্বাচন  করে হুমায়ুন রশিদ চৌধুরী সংসদ সদস্য হন। এসময় তিনি সুনামগঞ্জ-৩ আসন ছেড়ে দিলে তাঁর ভাই ফারুক রশিদ চৌধুরী উপ নির্বাচনে সংসদ সদস্য হন। পরবর্তী ১৯৮৮ সালে নির্বাচনে অংশ নিয়ে ফারুক রশিদ চৌধুরী  সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৯১ ১৯৯৬,২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়ে জাপার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০১ সালে এ আসনে সংসদ সদস্য হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জাতীয় নেতা আবদুস সামাদ আজাদ।তিনি  ২০০৫ সালে মৃত্যু বরন করলে উপ নির্বাচনে সর্বশেষ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করেন লেঃ কর্ণেল অবঃ সৈয়দ আলী আহমেদ। তখন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রচারণায় আসেন। জাপার প্রার্থী সন্মানজনক ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকে । এরপর থেকে লাঙ্গল প্রতীকে জাপার আর কোন প্রার্থী পাওয়া যায় নি।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতা ফিরোজ রানা বলেন, ২০০৮,২০১৪ ও ৩০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের মহাজোটে থাকায় আমাদের  কোন প্রার্থী ছিল না । দীর্ঘ ১৮ বছর পর এবার জাপার প্রার্থী থাকায় লাঙ্গল প্রতীক পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত।
জাতীয় পার্টির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে লাঙ্গলের ভোট রয়েছে।  মহাজোটের প্রার্থীর বিজয় সুনিশ্চিতে লাঙ্গলের ভোটারদের ভূমিকা ছিল। এবার লাঙ্গল প্রতীকের সাথে নৌকা প্রতীকের মুল লড়াই হবে বলে আশা করছি।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তৌফিক আলী বলেন,আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলের সাথে সক্রিয় ছিলাম৷ জাতীয় যুব সংহতির উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করি।১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যে চলে যাই। সেখানে জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও দেশে নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীদের সহযোগিতায় আশাবাদী লাঙ্গলের সঙ্গে নৌকার লড়াই হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com