স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর –দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি থেকে নির্বাচন করার গ্রীন সিগন্যাল পেয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল বহত্তর সিলেটের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তৃণমুল বিএনপি নেতা এম এ মালেক খান। অতি সম্প্রতি তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে বিএনপি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিতে মাঠে কাজ করার কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ মালেক খান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি তৃণমুলের শহীদ জিয়ার রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে বি্এনপির রাজনীতি করে আসছি। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে একাধিকবার জোটের স্বার্থে মনোনয়নের আবেদন প্রত্যাহার করেছি। এবার বিএনপি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে সিগন্যাল দিয়ে কাজ করার কথা বলেছেন। আমি মাঠে কাজ করছি। আশা করি বিএনপি থেকে এ আসনে এবার আমিই দলীয় মনোনয়ন পাব। উল্লেখ্য মালেক খান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য জিয়া পরিষেদের উপদেষ্ঠা,ধানের শীষ সমর্থক দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।
Leave a Reply