আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা::সুনামগঞ্জের ৩ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ লাউরগড় বিওপির নাঃ সুবেঃ শ্রী অলক সরকার এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/১০-এর এর নিকট হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সায়দাবাদ নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ৬৯ হাজার টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ উক্ত নাসির বিড়ি ও মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে । এর আগে বিরেন্দ্রনগর বিওপির হাবিলদার মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৫-এস এর নিকট হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে রংগাছড়া নামক স্থান হতে ৫ হাজার কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে, যার মূল্য ৬০ হাজার টাকা। বিরেন্দ্রনগর বিওপির হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯২/৮-এস এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাইছড়া নামক স্থান হতে ৪ হাজার কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে যার মূল্য ৪৮ হাজার টাকা। বিরেন্দ্রনগর বিওপির সুবেদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১১৯২/৮-এস এর নিকট হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাইছড়া নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় চুনাপাথর উদ্ধার করে, যার মূল্য ৫ হাজার টাকা এবং টেকেরঘাট বিওপির হাবিলদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টহল সীমান্ত পিলার ১১৯৮/৭-এস এর নিকট হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লা ডিপো স্থান হতে ১টি ট্রলিসহ ১০০ ঘনফুট ভারতীয় চুনাপাথর উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ৫৫ হাজার টাকা। বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ কামরুজ্জামান খাঁন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
Leave a Reply