সুনামগঞ্জ সংবাদদাতা-সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ২টন অবৈধ কয়লা জব্দ করেছে বিজিবি। বিজিবি ও স্থানীয় জানায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকা দিয়ে লাকমা গ্রামের দুরবীনশাহ,সাইকুল ইসলাম ও সোনালী বিপুল পরিমান কয়লা পাচাঁর করে। এসময় পৃথক অভিযান চালিয়ে ২টন কয়লা জব্দ করে বিজিবি। সুনামগঞ্জ ৮বিজিবি অধিনায়ক খন্দকার গোলাম মহিউদ্দিন কয়লা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply