সিলেট সংবাদদাতা:: সুনামগঞ্জ ও ছাতকের সুরমা নদীতে নির্মিত সেতু’র কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। রোববার সিলেটস্থ সুনামগঞ্জ সমিদির সভায় এ আহ্বান জানান বক্তারা। সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিতের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধা ৭টায় ইলেক্ট্রিক সাপ¬াইস্থ মেট্রোপলিটন ল’ কলেজে সমিতির সভাপতি এডভোকেট রাজ উদ্দিনের সভাপতিত্ত্বে ও যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এডভোকেট নাজিম উদ্দিন, সাবেক সভাপতি লে: কর্ণেল আতাউর রহমান পীর, আরিফ মিয়া, ফয়সল রাজা চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মাওলানা আকমল হোসেন, অধ্যাপক কাশমীর রেজা, পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, মিজানুর রহমান মিজান, সৈয়দ বদরুল আলম, নাদিয়া সুলতানা, এডভোকেট সৈয়দ কয়ছর আহমদ, এমরান হোসেন চৌধুরী, রজত ভূষণ সরকার প্রমুখ।
সভায় সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক দিলওয়ার হোসেন এর সহধর্মিনি সিলেট শিক্ষা বোর্ডে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিতের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র মুদ্র্য ও রমজান মাসে ইফতার মাহফিল, জীবন ও সাধারণ সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।