সুনামগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির সভায় ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের সিদ্বান্ত নেয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের কাজির পয়েন্টে জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ,কাজী নাছিম উদ্দিন লালা, সাবেক চেয়ারম্যান ওসমান গনি, মোঃ আব্দুল হাই, আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ ফুল মিয়া,আলী নুর,মনফর আলী,আসকর আলী,মোঃ আব্দুল লতিফ,আব্দুল খালেক,ফিরোজ মেম্বার,আব্দুর রহিম,আজিজুল হক,নিজাম উদ্দিন,নুরুল হক,গুল আহমদ,শেখ আনোয়ার হোসেন,মতিউর রহমান,আলম মিয়া ও সালেক মেম্বার প্রমুখ। সভায় বক্তারা বলেন,জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা জেল, জুলুম,অত্যাচার নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করেন তাদেরকে নিয়ে প্রতিটি ওয়ার্ড, ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করতে হবে। তারা আরো বলেন, যারা সুযোগের সন্ধানে হরতাল ও মিছিল মিটিংয়ে অংশ না নিয়ে বিএনপির মতো একটি বৃহত্তর দলে গুরুত্বপূর্ন পদে জায়গা করতে চান তাদের সর্ম্পকে সজাগ দৃষ্টি রাখতে হবে।