Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ মুক্ত দিবস আজ

সুনামগঞ্জ প্রতিনিধি:: ৬ ডিসেম্বর সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের বিতাড়িত করে সুনামগঞ্জে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা।দিবসটি পালন উপলক্ষে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
জেলা মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ খসরু জানান, ৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা সংসদের সমানে জমায়েত, বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্ন ভোজনের কর্মসূচি নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান দিবসটিকে সরকারিভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Exit mobile version