জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বিএনপি। সোমবার বেলা ১১ টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। এসময় বক্তৃতায় তারা গনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা
বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুয়েল, আ.ত.ম মিসবাহ, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নূর হোসেন, সুয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, আলতাফুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি নেতা সুয়েল মিয়া, মমিনুল হক কালারচান,আবুল কাশেম দুলু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহব্বায়ক বাহারুল ফেরদৌস, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, আজিজুল রহমান সৌরভ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।