স্টাফ রিপোটার- জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি এডঃ জালাল উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও তঁর মৃত্যুতে সোমবার সুনামগঞ্জ জেলা জজ আলালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন জেলা আইরজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী এডভোকেট জহুর আলী, এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, এডভোকেট মো. শামছুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ড. মফছির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাশ শেফু। ফুলকোর্ট রেফারেন্স পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শুকুর আলী। উল্লেখ্য, এডভোকেট জালাল উদ্দিন চৌধুরী সোমবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদএশা জানাযা শেষে তাকে সিলেট শাহজালাল(রা.) মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। এদিকে জগন্নাথপুরের বাসিন্দা আইনজীবির মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর মেয়র আক্তার হোসেনসহ তাঁর অগ্রনিত শুভান্যুধায়ীরা শোক প্রকাশ করেছেন।