Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মেমোরিয়েল ডে-২০১৮ পালিত

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : ৪ শহীদ পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মেমোরিয়েল ডে-২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন ময়দানে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করার মধ্যে দিয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সঞ্জয় খান,মোঃ হাবিবুল্লাহ,সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ,ইন্সপেক্টও আনোয়ার হোসেন মৃধা,সুনামগঞ্জ প্রেসক্লাব সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ,রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে সুনামগঞ্জ জেলার শহীদ পুলিশ কন্সষ্টেবল মরহুম কামরুল ইসলামের পক্ষে তার মাতা জাহেরা বেগম,মরহুম মুক্তিযোদ্ধা কন্সস্টেবল শরীফ উদ্দিনের ভাই আরিফ উদ্দিন,মরহুম পরিদর্শক মঞ্জুর কাদের খানের পক্ষে তার স্ত্রী নুরুন্নাহার বেগম ও পরিদর্শক চৌধুরী মোঃ আবু কায়সার এর পক্ষে তার ভাই চৌধুরী মোঃ আবু শাহেদ এর সাথে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন পুলিশ লাইন জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা নুরুজ্জামান আলমগীর। গীতা পাঠ করেন কন্সষ্টেবল সঞ্জয় দাস।

Exit mobile version