স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক চৌধুরীর নের্তৃত্বাধীন কমিটি বহাল হল। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম জাকির হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটির স্খগিতাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, যতদ্রুত সম্ভব সন্মেলন করে এই কমিটি বিদায় নিবে। সন্মেলনের জন্য তাদের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য গত ২৭ আগষ্ট কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নানা অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। দুই মাস পর বুধবার রাতে কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হল।
Leave a Reply