সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক মাহবুবুল আলম হানিফ বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রতিবেদককে এমন তথ্য জানিয়ে বলেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ না হওয়ায় সম্মেলন হচ্ছে না। এই জেলার কমিটির মেয়াদ শেষ হয় নি।
তিনি জানান, ২০১৭ সালের ২২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এই জেলা কমিটির এখনো মেয়াদ রয়েছে। মেয়াদ শেষ হলে পরবর্তীতে সম্মেলনের তারিখ জানানো হবে। এই জেলার মেয়াদোত্তীর্ণ উপজেলাগুলোর সম্মেলন হবে।
এর আগে বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছিলেন, সিলেট বিভাগের সিলেট জেলা, মহানগর, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় আওয়ামী লীগের সম্মেলন হবে। সুনামগঞ্জের সম্মেলন হবে পহেলা ডিসেম্বর।
Leave a Reply