জগন্নাথপুরব টুয়েন্টি ফোর ডেস্ক-
গত বছরের অক্টোবরে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের তৎকালীন জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা মুকুট। দলীয় প্রার্থী খায়রুল কবির রুমেনকে পরাজিত করে জয়ী হন তিনি। এর পর গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জেলা সম্মেলনে সভাপতি পদেও জয়লাভ করেন মুকুট; সাধারণ সম্পাদক হন নোমান বখত পলিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মুকুটকে দল থেকে বহিষ্কার করা হয়। এক দিন পর তিনি সে সময়ে জেলা কমিটির সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাদের বহিষ্কার দাবি করেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। কেন্দ্রে কমিটি জমাও দেন। কিন্তু নিজের বলয়ের বাইরের নেতাকর্মী বাদ দিয়ে কমিটি গঠন করে জমা দেওয়ায় তা নিয়ে সমালোচনা শুরু হয়। গত ৬ আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এ নিয়ে কথা ওঠে। পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দলের সভাপতি শেখ হাসিনা। জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী বর্তমান জেলা কমিটির সভাপতি নুরুল হুদা মুকুটের ব্যাপারেও প্রধানমন্ত্রী অসন্তুষ্ট বলে জানা গেছে। এ অবস্থায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্থগিত করা হয়।
বিষয়টি দেখার জন্য আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেটের সাবেক নারী সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হককে। পূর্ণাঙ্গ জেলা কমিটি তাঁকে দেখানোর কথা থাকলেও তা না করে জমা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সৈয়দা জেবুন্নেছা হক জানান, জমা দেওয়া কমিটির মধ্যে শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর নাম তাঁকে দেখানো হয়েছে। কমিটিতে আর কাদের রাখা হয়েছে, তা তিনি জানতেন না। তিনি বলেন, ‘যারা জেল খেটেছেন, যাদের অবদান রয়েছে দলে, তাদের নাম কমিটিতে নেই। অনেকেই আমাকে বিষয়টি অবহিত করেছেন। এসব কারণে আপাতত কমিটি ঘোষণা স্থগিত করা হয়েছে।’
ইতোমধ্যে তিনবার দলের কেন্দ্রীয় দপ্তরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়। কিন্তু কমিটি একপেশে হওয়ায় তা প্রকাশ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে দলের ত্যাগী নেতাকর্মী নিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। ওই সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন সুনামগঞ্জের নবগঠিত জেলা কমিটির নেতারা।
জেলা কমিটির সাবেক সহ সভাপতি খায়রুল কবির রুমেন বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচনে যারা আমার পক্ষে কাজ করেছেন, তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হয়নি। অনেক চাঁদাবাজ ও বিএনপি থেকে আসা ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘গত কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা এমপি মুহিবুর রহমান মানিক, আফতাব উদ্দিন, জুনেদ আহমদ, নান্টু রায়, নুরুল আলম সিদ্দিকী, আজাদুর রহমান রুমানসহ অনেককেই কমিটিতে রাখা হয়নি বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে নুরুল হুদা মুকুটের মোবাইল ফোনে একাধিকরার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ‘৪৫ দিনের মধ্যে কমিটি জমা দিয়েছি। বর্ধিত সভায় ওই কমিটি নিয়ে কথা হয়নি। স্থগিতের বিষয়টিও আমার জানা নেই।’ পূর্ণাঙ্গ কমিটিতে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মী বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাদের ৩৩ জন রয়েছেন। বড় দল হিসেবে অনেকে বাদ পড়েছেন। সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।’
সূত্র : সমকাল