বিন্দু তালুকদার
মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বিজড়িত হাওর-নদীর জেলা সুনামগঞ্জের সকল ইউনিয়নে একটি করে মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধার সন্তান মো. সাবিরুল ইসলাম।
আগামী ঈদ উল আযহায় পশু কোরবানী ও দ্রুত বর্জ অপসারণ বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় এই মহতী উদ্যোগ গ্রহণের বিষয়টি জানান তিনি। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু করবেন বলে তিনি জানান।
সভায় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে সারা দেশের চেয়ে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট ভিন্ন। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদান কোনভাবেই আমরা শোধ করতে পারব না। তবে শহীদ মুক্তিযোদ্ধার ছবি, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন নানা স্মৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, বইপত্র, ছবিসহ নানা তথ্য-উপাত্ত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। না হলে আমাদের সকলের গৌরব মুক্তিযোদ্ধাদের ইতিহাস কালের আবর্তে হারিয়ে যাবে। তাই সুনামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর ও লাইব্রেরি স্থাপন করতে চাই। এটা সম্ভব হলে নতুন প্রজন্ম স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ও তাদের ইতিহাস সম্পর্কে জানতে-পড়তে পারবে।’
Leave a Reply