এডভোকেট জুয়েল মিয়া সুনামগঞ্জ থেকে:: সুনামগঞ্জ আওয়ামী আইনজীবি পরিষদের উদ্যেগে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এক আলোচনাসভা আওয়ামীলীগ নেতা প্রবীণ আইনজীবি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এডঃ রইছ উদ্দিন আহমদ, এডঃ সুরেশ দাস,এডঃ মলয় বিকাশ চৌধুরী,এডঃ আলী আমজাদ, এডঃপরিতোষ চন্দ্র রায়,এডঃ দিলীপ কুমার দাস, এডঃ গোলাম মোস্তফা,এডঃ অঅব্দুল করিম, এডঃ মতিউর রহমান,এডঃ নান্টু রায়, এডভোকেট খায়রুল কবির রুমেন পিপি,এডঃ চান মিয়া,এডঃ আসাদ উল্যাহ,এডঃ সমীরন চন্দ্র সরকার,এডঃ আব্দুল হামিদ, এঃ জাফরান কুসুম, এডঃ মিজানুর রহমান,এডঃ এডঃ নুওে আলম সিদ্দিকী উজ্জ্বল,এডঃ গৌরাঙ্গ রায়, এডঃ রাধাকান্ত সরকার,এডঃ আলম নুর,এডঃ হাসান মাহমুদ সাদী,এডঃ আবুল আজাদ,এডঃ জমির উদ্দিন, এডঃ ছাইদুর রহমান তালুকদার প্রমুখ।
Leave a Reply