জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫২ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৮৮ জন ভোটার।
৪টি পদে নির্বাচন হয়। এগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য। বাকী ৮ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রদানকারী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক। তিনি পেয়েছেন ১৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ১৩৭ ভোট, অ্যাডভোকেট রবিউল লেইছ ৫৭ ভোট, অ্যাডভোকেট মো. বদর উদ্দিন ১৬ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল । তিনি পেয়েছেন ২৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ১৩১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ. এস. এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট মো. আবুল বাশার ১৭৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ূন কবির ৩২৭ ভোট, অ্যাডভোকেট মো. সাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাডভোকেট মো. জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাডভোকেট মো. আফিজ মিয়া ২৫৪ ভোট, অ্যাডভোকেট রজত কান্তি সরকার ২৩৬ ভোট।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট মো. আবু বকর, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা আক্তার রেখা।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানির্বাহী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. ছইল মিয়া। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন। (খবর সুনামগঞ্জের খবরের সৌজন্যে)